জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৪০ জন রয়েছেন। তাদের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন চিকিৎসক, একজন সাংবাদিক, তিন জন নার্স এবং একজন ফার্মাসিস্ট রয়েছেন। এছাড়া নতুন সংক্রমিতদের মধ্যে সিঙ্গাইর উপজেলা ৯ জন, ঘিওরে ছয় জন, শিবালয়ে আট জন, হরিরামপুরে দুই জন, দৌলতপুরে সাত জন ও সাটুরিয়ায় ছয় জন রয়েছেন।
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট সংক্রমিত ৭০৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫২৭ জন। বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্ত ১৮২ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আট জন জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং ১৭৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, 'মানিকগঞ্জে কোভিড-১৯ এ সংক্রমিত ব্যক্তিদের প্রতি চার জনের একজন করে সুস্থ হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগের সংক্রমণ থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব।'