টাঙ্গাইলে একদিনে ৫০ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১

 

করোনাভাইরাস

 

টাঙ্গাইলে একদিনে নতুন করে আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলায় ২০ জন, টাঙ্গাইল সদর উপজেলায় ১৫ জন, ঘাটাইলে পাঁচজন, দেলদুয়ারে পাঁচজন মধুপুরে চারজন এবং গোপালপুরে একজন। এদের মধ্যে মির্জাপুর উপজেলার বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

 সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো নমুনায় ৫০ জনের রির্পোট পজিটিভ এসেছে। এদের মধ্যে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩৫ জন এবং চিকিৎসাধীন আছেন ৪০৯ জন। মোট মৃত্যু হয়েছে ২১ জনের।