সিংগাইরে চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধমানিকগঞ্জের সিংগাইরে চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর নির্দেশনায় সোমবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সিংগাইর উপজেলার ইসলাম নগর, জয়মণ্ডপ ও ভূমদক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা ও কয়েকজন আনসার সদস্যএ সময় তিনি মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভাই ভাই ফার্মেসিকে ২৫ হাজার টাকা, মাসুদ ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ চিপস ও কোমলপানীয় বিক্রি করায় আব্দুল কাদির স্টোরকে ১০ হাজার টাকা, এক দিন আগের তৈরি গ্রিলসহ বাসি খাবার বিক্রিয় করায় তোয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৪৩ ধারায় এই জরিমানা করা হয়।    

এই দোকানটিতে অভিযান চালানো হয়এ সময় আসাদুজ্জামান রুমেল মূল্য তালিকা প্রদর্শন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে সতর্ক করেন বেশ কিছু প্রতিষ্ঠানকে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা।