সৎকার করছে পুলিশের কুইক রেসপন্স টিমকরোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মানিকগঞ্জ সদর উপজেলার শানবান্ধা এলাকার লক্ষণ সরকার (৩৫) নামের এক ব্যক্তির শেষকৃত্য করেছে পুলিশের কুইক রেসপন্স টিম। পুলিশ জানান, শেষকৃত্য করা মতো পরিবারের আর্থিক সঙ্গতি ছিল না। এলাকাবাসীও এগিয়ে না আসায় পুলিশ সুপার রিফাত রহমান শামীমের নির্দেশে কুইক রেসপন্স টিম এ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়।
সৎকার করছে পুলিশের কুইক রেসপন্স টিমহাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, ২৬ আগস্ট তীব্র শ্বাসকষ্ট নিয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন লক্ষণ। রবিবার (৩০ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লক্ষণ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন তার মা। রাতেই মানিকগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রতন বাবু ও কাউন্সিলর সুভাষ সরকারের সহযোগিতায় শিবাবাড়ী মহাশ্মশানে সৎকারের ব্যবস্থা করেন।
তিনি আরও বলেন, মানবিক বোধ থেকে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করেছে।