ফতুল্লায় ইজিবাইকচালককে হত্যা: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আদালতনারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলিতে ইজিবাইক চালক বেলালকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত দুই ছিনতাইকারী জাহিদ হাসান (২৭) ও রবিউল (২৫)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবির ও মো. কাওসার আলমের আদালতে তারা এ জবানবন্দি দেয়। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ‘রবিবার রাতে তিন জন ছিনতাইকারী যাত্রী বেশে শহরের চাষাড়া হতে ইজিবাইকচালক বেলালকে বক্তাবলী যাওয়ার জন্য ৯০ টাকা ভাড়া করে। বক্তাবলী ফেরিঘাট পৌঁছালে ছিনতাইকারীরা বেলালকে ছুরিকাঘাত করে নদীর তীরে ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইজিবাইকচালককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় জাহিদ হাসান ও রবিউলসহ তিন জনকে গ্রেফতার করা হয়। ইজিবাইকটিও উদ্ধার করা হয়।