বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর পৌরসভার মেয়র নির্বাচিত সালমা

সালমা আক্তার শিমুল

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সালমা আক্তার শিমুল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এএইচএম সালমাকে মেয়র ঘোষণা করেন। তিনি প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্ত্রী। সাহাদৎ হোসেনের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়েছিল। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর ৮ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামী লীগ দলের সাত জন সম্ভাব্য প্রার্থী নিয়ে জরুরি সভা করে। সভায় সর্বসম্মতিক্রমে সালমাকে দলের একক প্রার্থী হিসেবে মনোনীত করে কেন্দ্রে সুপারিশ করা হয়। পরে সালমা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। সালমা ছাড়া অন্য কোনও দলের কেউ মনোনয়নপত্র জমা দেননি। একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি মির্জাপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন।