শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টায় দক্ষিণ বারতোপা ১নং মাওনা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০টি উগ্রবাদী বই এবং ২৩ পাতা লিফলেট উদ্ধার করা হয়। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের একজন ময়মনসিংহের কোতোয়ালি থানার মীর কান্দাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সারোয়ার হোসেন সবুজ (২০)। তিনি শ্রীপুরের মাওনা ইউনিয়নের বেতঝুড়ি (মহিলা মোড়) মসজিদেরর ইমাম ও খতিব। অপরজন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার করয়াপাড়া এলাকার সাদেক আলীর ছেলে এহসানুল হক (২৪)। তিনি শ্রীপুরের বড়বাইদ আব্দুল হামিদ মাস্টার জামে মসজিদের ইমাম ও খতিব।
গ্রেফতারকৃতরা জানান, উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বই ও লিফলেট বিতরণ করতেন। এছাড়া তহবিল গঠন, বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বিনষ্ট, নিষিদ্ধ সংগঠনকে সমর্থন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও গুপ্ত হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।