মহামারিতে ভাড়া বকেয়া থাকায় পিটিয়ে হত্যা: আটককৃতরা রিমান্ডে

হাইকোর্টনারায়ণগঞ্জের বন্দরে ভাড়াটিয়া মো. ফয়েজ খুনের মামলায় গ্রেফতারকৃত তিন আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামি মহিউদ্দিনকে তিন দিন, শিরিনকে দুই ও কুলসুমকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে আসামিদের আদালতে নেওয়া হয়। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) তাহামিনা জানান, শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহামেদ হুমায়ূন কবীরের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এরআগে, শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ প্রধান বাড়ি এলাকার উম্মে কুলসুমের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ভাড়াটিয়া মো. ফয়েজ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার চরবলাকী চরবলাকী গ্রামের আবুল মিয়ার ছেলে। পরে ওই ঘটনায় বাড়িওয়ালার স্ত্রী উম্মে কুলসুম, ওই বাড়ির ভাড়াটিয়া মহিউদ্দিন ও তার স্ত্রী শিরিনা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উম্মে কুলসুমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে মো. ফয়েজ তার স্ত্রী, সন্তান নিয়ে থাকতো। করোনা মহামারি পরিস্থিতিতে ভাড়া বকেয়া থাকায় মারধরের ঘটনায় ফয়েজের মৃত্যু হয়।

আরও পড়ুন: বকেয়া ভাড়ার জন্য পিটিয়ে হত্যার অভিযোগ, বাড়িওয়ালাসহ আটক ৩