বাংলাদেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে: স্বাস্থ্যমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা নিয়ন্ত্রণে সারা বিশ্ব অবাক। সারা পৃথিবীর মানুষ শেখ হাসিনার প্রশংসা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবও প্রশংসা করেছেন। করোনার আঘাতে সারা পৃথিবীর উন্নয়ন আজ থেমে আছে। সেখানে বাংলাদেশে সকল ধরনের উন্নয়ন কাজ চলমান রয়েছে। পদ্মা সেতুর কাজ চলছে, কল-কারখানা চালু রয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের ৬তলা অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইউরোপ, আমেরিকা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ সারা পৃথিবীর উন্নত দেশগুলো করোনায় বিপর্যস্ত। প্রতিটি রাষ্ট্রে হাজার হাজার, লাখো মানুষ মারা যাচ্ছে। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। তাদের অর্থনীতি এখন বন্ধ হওয়ার উপক্রম। ইউরোপে আবারও লকডাউন চলছে। কাজ-কর্ম বন্ধ, উন্নয়ন বন্ধ। সংক্রমণ বেশি হয়ে গেলে হাসপাতালে জায়গা থাকে না। চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকে না। সেই তুলনায় বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ অনেকে।