সাংবাদিক নয়নের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকদের মানববন্ধনবিজয় টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময়ের গজারিয়া উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মামুনুর রশিদ খোকা, দৈনিক ইনকিলাবের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মনজুর মোর্শদ, দৈনিক যুগান্তরের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, জিটিভি ও দৈনিক যায়যায় দিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি শহীদ-ই-হাসান তুহিন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনী, বিটিভির  জেলা প্রতিনিধি ফারহানা মির্জা, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট সেতু ইসলাম, এনটিভির জেলা প্রতিনিধি মঈন উদ্দিন সুমন, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি চাকলাদার মো. তানজিল হাসান, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি জুয়েল রানা, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাবুল, মাইটিভির জেলা প্রতিনিধি মুক্তার হোসেন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মাহবুব হাসান লিটন, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি নাদিম মাহমুদ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির  জেলা প্রতিনিধি শুভ ঘোষ প্রমুখ।

মানববন্ধন থেকে সাংবাদিক আমিরুল ইসলাম নয়নের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (৪ ডিসেম্বর) বালুয়াকান্দি উত্তরপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করা অবস্থায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের অনুসারীদের হামলার শিকার হন সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন। পরদিন (৫ ডিসেম্বর) গজারিয়া থানায় মামলা দায়েরের পর এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পেরেছে থানা পুলিশ।