গোপালগঞ্জে চারটি ‘অবৈধ’ ইটভাটা ভাঙলেন ভ্রাম্যমাণ আদালত

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামানসহ অন্যরাগোপালগঞ্জে নিয়মবহির্ভূভাবে চালানোর অভিযোগে চারটি ইটভাটা ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।

অভিযানকালে ভাটা চারটির মালিককে জরিমানা করা হয় এবং জব্দ করা হয় ইটভাটার মালামাল।

ইটভাটা ভেঙে দেওয়া হচ্ছেভাটা চারটি হলো—উপজেলার চারতলা গ্রামের এমএসবিআই ব্রিকস, কেকানিয়া গ্রামের মেসার্স লাল পরি ব্রিকস, মেসার্স এসকেবি ব্রিকস ও মেসার্স আরআরবি ব্রিকস। ভাটাগুলোর বিরুদ্ধে জেলা প্রশাসনের লাইসেন্স, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং বৈধ চিমনি না থাকার অভিযোগ রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেনও অভিযানের সময় উপস্থিত ছিলেন।