ঘন কুয়াশায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ফের বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে  ফেরি কর্তৃপক্ষ। কুয়াশায় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ৪টি ফেরি নোঙর করে আছে।

বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া অফিসের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি সার্ভিস সাময়িক বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রবিবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ১১ টার দিকে ফেরি সার্ভিস সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে আছে ৪টি ফেরি।

তিনি আরও বলেন,  পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির সার্চলাইটের আলো অস্পষ্ট হয়ে আসছে। এটি বেশি দূরত্বে যেতে না পারার কারণে দুর্ঘটনার আশঙ্কা আছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এর আগে দুর্ঘটনা এড়াতে শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছিল ঘাট কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

সাড়ে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক