হাইওয়েতে গাড়ি গতিরোধ করে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পিকআপভ্যান দিয়ে ইজিবাইক গতিরোধ করে সাত সবজি ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্র। এই সময় ইজিবাইক চালকসহ এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করে ছিনতাইকারীরা।

বুধবার (২৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কুশাবো এলাকায় এই ঘটনা ঘটে। সবজি বিক্রেতা ফয়সাল আহমেদ জানান, তারা সাত সবজি বিক্রেতা উপজেলার পিতলগঞ্জ এলাকার বাসিন্দা।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, প্রতিদিন গাউছিয়া পাইকারী সবজি বাজার থেকে মালামাল কিনে এনে স্থানীয় কাঞ্চন বাজারে বিক্রি করেন তারা। সবজি কেনার জন্য কাঞ্চন থেকে গাউছিয়ার যাওয়ার পথে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পৌঁছেলে একটি পিকআপভ্যান দিয়ে পাঁচ-ছয় জন ছিনতাইকারী তাদের ইজিবাইকটির গতিরোধ করে। ছুরি ও পিস্তল বের করে সকলকে জিম্মি করে ফেলে। এই সময় সঙ্গে থাকা নগদ দুই লাখ ৩৫ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল সেট ছিনিয়ে নেয় তারা।

অন্যদিকে বাঁধা দেওয়ায় ছিনতাইকারীরা ব্যবসায়ী জসিম এবং ইজিবাইক চালক সিদ্দিককে ছুরিকাঘাত করে। পরে পিকআপভ্যানটি দ্রুত পালিয়ে যায়। আহত দুজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নাজিমউদ্দিন মজুমদার বলেন, এই ব্যাপারে এখনও কোনও অভিযোগ কেউ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাইপাস সড়ক ও মহাসড়কে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।