মাদারীপুরে শাহেদ হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ডাদেশ

মাদারীপুরে রাজৈরে শাহেদ নামে এক যুবককে হত্যার দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদাউস বুধবার দুপুরে এই রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, হরিদাসদী-মাহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের আবুল কালাম বেগের ছেলে শাহেদ বেগকে ২০১২ সালের ১ ডিসেম্বর রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নেন তার বন্ধুরা। পাওনা টাকা পরিশোধের আশ্বাস পেয়ে বাড়ির পাশে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে বন্ধুদের কাছে যান শাহেদ। পরের দিন সকালে বাড়ির পাশে খালের পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শাহেদের পরিবার। মামলার এক সপ্তাহ পরে মোবাইল ফোনের কলের সূত্র ও অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সেলিম মুন্সী ও পাভেল শিকদারকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামিরা।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং জানান, উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত শাহেদকে খুনের সঙ্গে জড়িত সেলিম মুন্সী ও পাভেল শিকদারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। এই রায়ে বাদীপক্ষ ন্যায়বিচার লাভ করায় সন্তোষ প্রকাশ করেছেন।