নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার পলাতক আসামি সুলতান শওকত ভ্রমর আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার (১০ মার্চ) সকালে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে জামিন আবেদন করে আত্মসমর্পণ করেন ত্বকী হত্যা মামলার পলাতক আসামি সুলতান শওকত ভ্রমর। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
২০১৩ সালের ৬ মার্চ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন পিতা রফিউর রাব্বি। দুই দিন পর ৮ মার্চ সকালে শহরের পাঁচ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যার শাখা খাল থেকে তার লাশ উদ্ধার হয়। ওইদিন রাতে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা (মামলা নম্বর- ০৯-০৩-২০১৩) করা হয়। পরে ১৮ মার্চ সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, জেলা যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে একটি অবগতিপত্র দেন রফিউর রাব্বি।
পরে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউসুফ হোসেন ওরফে লিটন, সুলতান শওকত ভ্রমর ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকিসহ পাঁচ জনকে গ্রেফতারও করে তদন্ত সংস্থা র্যাব। এদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে ত্বকীকে নির্মমভাবে হত্যা ও তার কারণের বিশদ বর্ণনা দেন আসামিরা।
আরও পড়ুন:
৮ বছরেও ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি র্যাব
‘আমরা ত্বকী হত্যার বিচার চাই’
ত্বকী হত্যার বিচারে এত অনীহা কেন: কামাল লোহানী
আরও পড়ুন:
৮ বছরেও ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি র্যাব
‘আমরা ত্বকী হত্যার বিচার চাই’
ত্বকী হত্যার বিচারে এত অনীহা কেন: কামাল লোহানী