X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতে থাকা ২৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ মে ২০২৫, ১২:৩০আপডেট : ২৪ মে ২০২৫, ১২:৩০

ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (২৩ মে) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশিদের ফেরত দেয় বিএসএফ। পরে ফেরত বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি।

লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এবং বৈঠকে উপস্থিত থাকা ফুলবাড়ী উপজেলার নাওডাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাছেন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান হাছেন আলী জানান, ফেরত বাংলাদেশি নাগরিকরা কাজের সূত্রে ভারতের দিল্লিতে অবস্থান করছিলেন। সেখান থেকে দেশে ফেরার উদ্দেশে তারা সংশ্লিষ্ট সীমান্তের বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করে। বিএসএফ তাদের আটক করে বাংলাদেশে পুশইন করার প্রস্তুতি নেয়। খবর পেয়ে বিজিবি আটক বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বার্তা পাঠায়। পরে উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আটক বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ফেরত নেয় বিজিবি। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে মর্মে খবর পায় বিজিবি। অবৈধভাবে কোনও নাগরিককে বাংলাদেশে না ঢোকানোর জন্য বিএসএফকে বার্তা প্রদান করা হয়।

বার্তায় বিএসএফকে জানানো হয়, প্রকৃত বাংলাদেশি নাগরিক হলে তাদের সঠিক পরিচয় নিশ্চিত সাপেক্ষে প্রচলিত নিয়মানুযায়ী তাদের গ্রহণ করা হবে। কিন্তু কোনও অবস্থাতেই বাংলাদেশি নয় এমন কোনও ব্যক্তিকে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে ২৪ জনের (পুরুষ- ১২ জন এর মধ্যে শিশু ৪ জন, নারী-১২ জন এর মধ্যে শিশু ৪ জন ) নামের তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে প্রদান করে। উক্ত তালিকা যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাদেরকে পরিবারের  নিকট হস্তান্তর করা হয়েছে।

ভারত থেকে ফেরত আসা ২৪ বাংলাদেশি হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫) তার স্ত্রী আম্বিয়া বেগম(১৯) মেয়ে তাসলিমা (৭) মাতা তানেকা বেগম(৪৬) বোন তাহেরা খাতুন(৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩) তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) তার স্ত্রী সাথী বেগম(২৮) ছেলে শহিদুল (৯) মেয়ে কাজলী (২), উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫) তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩) ছেলে আশিক বাবু (১৪) মেয়ে জান্নাতি খাতুন (১৯) জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫) তার স্ত্রী আলমিনা বেগম (২৯) মেয়ে হাছিনা (১৩) ছেলে আরিফ (৪) আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।

নাওডাঙা ইউপি চেয়ারম্যান হাছেন আলী বলেন, ‘ফেরত ২৪ জনের প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক। তারা কাজের উদ্দেশে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। তাদের অনেকে ৮-১০ বছর থেকে ভারতে অবস্থান করছিলেন। সেখানে তারা কাজ করতেন। দেশে ফেরত আসার সময় তারা বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন। পরে পরিচয় নিশ্চিত হয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেয় বিজিবি।’

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুদের ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এনবিআরে পুলিশ-বিজিবি-সেনা মোতায়েন
প্লাস্টিক মুড়িয়ে নদী দিয়ে ৫ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
হারিয়ানা থেকে ধরে এনে ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস ২০২৫ উদযাপিত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস ২০২৫ উদযাপিত
এনবিআরে পুলিশ-বিজিবি-সেনা মোতায়েন
এনবিআরে পুলিশ-বিজিবি-সেনা মোতায়েন
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক
গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব: মঈন খান
গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব: মঈন খান
সর্বাধিক পঠিত
খালেদা-তারেককে ‘হয়রানি’: দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা
খালেদা-তারেককে ‘হয়রানি’: দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু