X
বুধবার, ১৮ জুন ২০২৫
৪ আষাঢ় ১৪৩২

আ.লীগ-ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে থানায় দিলো ছাত্রদল-যুবদল

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ মে ২০২৫, ১১:৩১আপডেট : ২৪ মে ২০২৫, ১১:৩১

ময়মনসিংহের ফুলপুরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ধরে পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা। এর মধ্যে একজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে ফুলপুর পৌর শহরে এ ঘটনা ঘটে।

এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা (উত্তর) ছাত্রদলের সাবেক সহসভাপতি এ কে এম আরিফুল হক আরিফ, ফুলপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক শিকদার, ফুলপুর বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিরা ও যুবদল নেতা মাইনুদ্দিনসহ আরও কয়েকজন।

আটকরা নেতারা হলেন- ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ ও একই উপজেলার রূপসী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভ ও আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্যাডার রাজনীতি করতেন। এরা অনেককে অত্যাচার-নির্যাতন করেছে। ফুলপুর-তারাকান্দা থেকে রাতের ভোটে নির্বাচিত সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের অনুসারী তারা। জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে এরাও অস্ত্র নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ছাত্র-জনতার ওপর হামলা করেছে। এরা ভেবেছিল, আজীবন রামরাজত্ব কায়েম করবে। রাতে ছাত্রদল ও যুবদল নেতাসহ সাধারণ জনতা তাদের আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক জানান, ছাত্র-জনতা ওই দুজনকে মারধর করেছে। এতে বিএনপি কিংবা অঙ্গসহযোগী সংগঠনের কোনও নেতাকর্মী ছিল কিনা আমার জানা নেই।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ‘ওই দুজনকে আটক করে মারধর শেষে থানায় নিয়ে আসা হয়। আজিজুল ইসলামকে বেশি মারধর করা হয়েছে। তাই পুলিশের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

তিনি আরও জানান, আজিজুল ইসলামের বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে। এই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ছাড়া ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভকে যেকোনও একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
ইঞ্জিনিয়ার মোশাররফ ও পিপলস পার্টির চেয়ারম্যান ৩ দিনের রিমান্ডে
রূপগঞ্জে যুবদল-ছাত্রদলের বিরোধকে কেন্দ্র করে ফার্মেসিতে হামলা-গুলি, আহত ২
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়া: মোংলা বন্দরে চাল ও সার খালাস বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়া: মোংলা বন্দরে চাল ও সার খালাস বন্ধ
কুরস্ক পুনর্দখলের পর এবার পুনর্গঠনেও সহায়তা করবে উ. কোরিয়া
কুরস্ক পুনর্দখলের পর এবার পুনর্গঠনেও সহায়তা করবে উ. কোরিয়া
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জন হাসপাতালে ভর্তি
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জন হাসপাতালে ভর্তি
সরকার দক্ষিণ সিটির সেবায় বিঘ্ন ঘটাচ্ছে: ইশরাক
সরকার দক্ষিণ সিটির সেবায় বিঘ্ন ঘটাচ্ছে: ইশরাক
সর্বাধিক পঠিত
ইসরায়েলি হামলার পর তেহরানের হাসপাতালে ‘রক্তস্নান’
ইসরায়েলি হামলার পর তেহরানের হাসপাতালে ‘রক্তস্নান’
সিরিয়ার আকাশ দিয়ে ইরানে বোমা ফেলছে ইসরায়েল: নীরব সরকার, বাড়ছে ক্ষোভ
সিরিয়ার আকাশ দিয়ে ইরানে বোমা ফেলছে ইসরায়েল: নীরব সরকার, বাড়ছে ক্ষোভ
‘যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ উদ্ধারে বড় ধরনের অগ্রগতি’
‘যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ উদ্ধারে বড় ধরনের অগ্রগতি’
দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে গুগল পে: ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা
দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে গুগল পে: ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা
ডিসি ফিট লিস্টের জন্য ডাক পেলেন ৪০ কর্মকর্তা
ডিসি ফিট লিস্টের জন্য ডাক পেলেন ৪০ কর্মকর্তা