জমা পড়লো কয়েকশ’ ঢাল বল্লম টেঁটা

দীর্ঘদিনের সংঘাত ছেড়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের পাথরাইল ও কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের কয়েক হাজার জনগণ পুলিশের কাছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জমা দিয়েছেন।

শনিবার (১০ এপ্রিল) দুপুর সোয়া তিনটার দিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুরোধে এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের নির্দেশে স্থানীয় আজিম নগর ইউনিয়ন পরিষদ চত্বরে ঢাল, কাতরা, বল্লম, টেঁটাসহ কয়েকশ’ দেশীয় অস্ত্র ভাঙ্গা থানা পুলিশের হাতে হস্তান্তর করেন এ দুটি ইউনিয়নের অধিবাসীরা।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এস হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, এস.আই আবুল কালাম আজাদ, ‍দুই ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয়রা।

এ অস্ত্র উদ্ধারের পর সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী বলেন, এতে যুগ যুগ ধরে এ এলাকায় চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হবে বলে আশা করছি।