শিবচরে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১

মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নে স্থগিত হওয়া নির্বাচন নিয়ে বিরোধিতার জের ধরে হামলা ও সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও চার জন চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, কাদিরপুরের মেম্বার প্রার্থী আব্বাস মুন্সীর সমর্থকদের সঙ্গে অপর প্রার্থী খলিল মোল্লার অনুসারীদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর ডিক্রিরচর বাজার এলাকায় দু’পক্ষের হামলা ও পাল্টা হামলা এবং দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেম্বার প্রার্থী খলিল মোল্লাসহ পাঁচ জন আহত হন।

পরে গুরুতর আহত রুবেল মোল্লাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ইলিয়াস ঢালীকে শিবচর থেকে মাদারীপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইলিয়াস ঢালী ডিক্রিরচর গ্রামের বাসিন্দা ও মেম্বার প্রার্থী আব্বাস মুন্সীর সমর্থক।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের পর চার জনকে আটক করা হয়েছে।