হেফাজতের ফরিদপুর জেলা সহ-সভাপতি গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে হেফাজতে ইসলামের ফরিদপুর জেলার সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসাইনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে জেলা শহরের পশ্চিম আলীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আবুল হোসাইনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

আবুল হোসাইন ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার মৃত ওমেদ আলীর পুত্র। তিনি স্থানীয় চরকমলাপুর মাদ্রাসার মোহাদ্দেস হিসাবে কর্মরত রয়েছেন।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ হেফাজত ইসলামের একটি বিক্ষোভ মিছিল থেকে ভাঙ্গা থানায় হামলা চালানো হয়। এসময় থানা অভ্যন্তরে ব্যাপক ক্ষতিসাধন করা হয়। হামলার সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়।

এ হামলার ঘটনায় ভাঙ্গা থানার এসআই মো. শহীদুল্লাহ বাদী হয়ে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সেই মামলার আসামি হিসাবে হেফাজত নেতা মাওলানা আবুল হোসাইনকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই বিকাশ চন্দ্র মণ্ডল জানান, থানায় হামলা করে ভাঙচুরের মামলায় আবুল হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত এ মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।