'আলেমদের মাধ্যমে সংঘটিত অপকর্ম কোনও ধর্মের জন্যই শুভকর নয়'

কোনও ব্যক্তি বিশেষের অপকর্মের জন্য পুরো আলেম সমাজকে দোষারোপ করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, আলেমদের মাধ্যমে কোনও অপকর্ম হলে, সেটা শুধু ইসলাম ধর্ম নয়, কোনও ধর্মের জন্যই শুভকর নয়। আবার একজনের অপরাধের জন্য ঢালাওভাবে পুরো গোষ্ঠীকে দায়ী করাও যৌক্তিক নয়।

নারায়ণগঞ্জ থেকে চারবার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বড়ভাই নাসিম ওসমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর মাসদাইর এলাকায় পৌর কবরস্থানে জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম ওসমান এসব কথা বলেন।

হেফাজতের সাবেক কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মামুনুল হকসহ দলটির সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের বিষয়ে শামীম ওসমান বলেন, আমাদের দেশে আলেম সমাজকে সম্মানের সঙ্গে দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ করানোর রীতি চালু আছে। তাদের ওয়াজ শুনে মানুষ আবেগে কান্নাও করে। সেই আলেমদের দ্বারা কোনও অপকর্ম হলে, সেটা শুধু ইসলাম ধর্ম নয়, কোনও ধর্মের জন্যই শুভকর নয়। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশুভ সংকেত।

আগামী প্রজন্মকে সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়ার তাগিদ দিয়ে শামীম ওসমান বলেন, মৌলবাদ শুধু ইসলাম ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, সব ধর্মের মধ্যেই আছে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে সতর্ক হতে হবে। ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি সঠিকভাবে আমলও করতে হবে। একজন আলেমের অপরাধের জন্য পুরো আলেম সমাজকেও খারাপ বলা যাবে না।

শহরের খানপুর এলাকায় করোনা ডেডিগেটেট হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান জানান, দেশের যে কোনও হাসপাতালে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে গত এক বছর ধরে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীদের সততা ও সুনাম অক্ষুন্ন রাখার অনুরোধ জানান শামীম ওসমান।

শামীম ওসমান আরও জানান, রমজান মাস ও মহামারি করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে এলে নারায়ণগঞ্জের বিষয়ে তিনি মুখ খুলবেন। না বলা কিছু সত্য কথা ও সত্য বিষয় তুলে ধরবেন বলেও জানান তিনি। এছাড়া রাজনীতি থেকে অবসর নেওয়ার আগে কিছু অসৎ মানুষের মুখোশ উন্মোচন করবেন বলে আগাম বার্তা দেন এই আওয়ামীলীগ নেতা।