নারায়ণগঞ্জে অনলাইন জুয়ার ২ এজেন্ট গ্রেফতার

আড়াইহাজার ও রূপগঞ্জ থেকে অনলাইন জুয়ার দুই এজেন্টকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতার দুই জন হলেন মো. শহীদুল ইসলাম (৩৪) ও মো. হোসেন গাজী (২৫)। তাদের কাছ থেকে অনলাইনে অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের ছয়টি মোবাইলফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৬ মে) বিকালে প্রথমে আড়াইহারের প্রভাকরদী বাজার এলাকা থেকে এজেন্ট মো. শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টায় (৭ মে) রূপগঞ্জের সাওঘাট এলাকায় অভিযান চালিয়ে অপর এজেন্ট মো. হোসেন গাজীকে গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকালে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চলমান জনপ্রিয় ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে অনলাইনভিত্তিক বিভিন্ন জুয়ার সাইটে নামে-বেনামে আইডি খোলে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকায় কিছু অনলাইন জুয়ার এজেন্ট। পরে তারা উঠতি বয়সী ক্রিকেটপ্রেমীদের বাজিতে অংশগ্রহণে প্ররোচিত করে। এর মাধ্যমে তারা বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়। তারা সরকারি অনুমোদনহীন বিভিন্ন ই-ট্রানজেকশনের সাইটে আইডি খুলে অবৈধভাবে আর্থিক লেনদেন করে।

ক্রিকেটপ্রেমী তরুণরা তাদের আইডি দিয়ে ক্রিকেট বাজিতে অংশগ্রহণ করে হেরে গেলে এই এজেন্টরা শতকরা ১৫ ভাগ হারে অর্থ কমিশন লাভ করে। কমিশন লব্ধ অর্থ তারা সরকারি অনুমোদনহীন ই-ট্রানজেকশনের মাধ্যমে লেনদেন করে অনলাইন জুয়ার প্রসার ঘটিয়ে আসছে।

র‌্যাব আরও জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই অনলাইন জুয়ার এজেন্টরা পরস্পরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সংঘবদ্ধ হয়ে অনলাইন জুয়ার বিস্তার ঘটিয়ে আসছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।