শিমুলিয়া ঘাটে জনসমুদ্র

ঈদে ঘরমুখী যাত্রীদের ভিড়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট জনসমুদ্রে পরিণত হয়েছে। ঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আছে। বেশ কিছু ছোট যানবাহনও ঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ঘরমুখো যাত্রীর চাপ গত চার দিনের তুলনায় আজ বহুগুণ বেড়েছে।

বুধবার (১২ মে) শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ভোর থেকেই যাত্রীদের চাপ বাড়তে থাকে। সকাল ১১টা নাগাদ হাজার হাজার যাত্রী পদ্মা নদী পার হতে ফেরিঘাটে অবস্থান নিয়েছেন। যাত্রীদের সংখ্যা লক্ষাধিক হতে পারে। কার্যত এই নৌরুটের বহরে থাকা প্রায় সবগুলো ফেরিই চলছে।

শিমুলিয়া ঘাটে মানুষের ঢলবাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, ঘাটে গতরাত থেকেই যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে বাংলাবাজার ঘাট থেকে আসা ফেরি শিমুলিয়া ঘাটে আনলোড করতে বেশ বেগ পেতে হচ্ছে। কখনও ২-৩ ঘণ্টা লেগে যাচ্ছে পুরো ফেরি আনলোড করতে। ঘাটে ও মহাসড়কে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও কাজ করছেন। তবু, যাত্রীদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে বর্তমানে ১৩টি চলছে বলে জানান তিনি।