আরও এক মামলায় মামুনুল হকের ৩ দিনের রিমান্ড

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সহিংসতার অভিযোগে আরও এক মামলায় মাওলানা মামুনুল হককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহারা ফেরদৌসের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত নারায়ণগঞ্জ আদালতের নিবন্ধন কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান। তিনি জানান, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের দিন সংগঠনটির কর্মীরা রাস্তা অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ বাদী দিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ছয়টি মামলা দায়ের করে। এসব মামলার তিনটিতে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে আসামি করা হয়েছে। ওই মামলার একটিতে তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর  আগে মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর করা সোনারগাঁ থানায় ধর্ষণ ও সহিংসতার তিনটি মামলা এবং সিদ্ধিরগঞ্জ থানায় আরও দুই মামলাসহ পাঁচ মামলায় তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।