বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দাড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এসময় অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমন মোল্লা, একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সালমা জাহান, আইন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র সাবিক হোসেন হৃদয় প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অনতিবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। আমরা আর ঘরে বসে থাকতে চাই না, ক্লাসে ফিরতে চাই।

তারা আরও বলে, দেড় বছর যাবত আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ। এতে আমরা সেশনজটে পড়ছি এবং লেখাপড়ায় পিছিয়ে পড়ছি।