ইউএনও’র নম্বর ক্লোন করে টাকা চেয়েছিল তারা, গ্রেফতার ২

দুই বছর নয় মাস পর সিআইডির হাতে ধরা পড়লো মোবাইলনম্বর ক্লোন করে প্রতারণা চালিয়ে আসা একটি চক্রের দুই সদস্য। মঙ্গলবার (১ জুন) রাতে মানিকগঞ্জের সিআইডি ইন্সপেক্টর আনারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর তথ্য জানান তিনি।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার রুদ্রেশ্বর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. নাজমুল হক (২৪) এবং একই উপজেলার মহিষমুড়ি এলাকার আলতাব হোসেনের ছেলে মো. রাকিবুল ইসলাম (২২)।

সিআইডি কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, প্রতারক চক্রটি ২০১৮ সালের ২৬ আগস্ট শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলনম্বর ক্লোন করে শিবালয় উপজেলার জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেনকে ফোন করে। ইউএনও পরিচয় দিয়ে একটি বিকাশ নাম্বারে দ্রুত ১৮ হাজার টাকা পাঠাতে বলা হয় তাকে। সরকারিভাবে অনুদান আসা দুটি ল্যাপটপ বিদ্যালয়ে দেওয়ার জন্য খরচ বাবদ এই টাকা দাবি করা হয়।

পরে প্রতারক চক্রের দেওয়া মোবাইলনম্বরে ১৮ হাজার টাকা পাঠান ওই শিক্ষক। এরপর অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলাপ করে ভুল বুঝতে পারেন ভুক্তভোগী শিক্ষক।

পরে এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন। ঘটনার দীর্ঘ সময় পর ওই প্রতারক চক্রের দুই সদস্যকে লালমনিরহাট জেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মানিকগঞ্জ সিআইডি পুলিশ।

সিআইডি কর্মকর্তা আনারুল ইসলাম আরও বলেন, লালমনিরহাট থেকে দেশের বিভিন্ন জেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তাকে টার্গেট করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলনম্বর ক্লোন করে অর্থ আত্মসাৎ করার জন্য চক্রটি কাজ করছে।