ফরিদপুরে শনাক্তের হার ৫৫.৬৭ শতাংশ, জায়গা নেই আইসিইউতে

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৯৭টি নমুনা পরীক্ষায় ৫৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ জেলায় শনাক্তের হার ৫৫ দশমিক ৬৭ শতাংশ। গত দুইদিন আগেও শুক্রবার (১১ জুন) ফরিদপুরে শনাক্তের হার ছিলো মাত্র ৯ দশমিক ৫৭ শতাংশ। সেদিন ১৮৮টি নমুনা পরীক্ষায় মাত্র ১৮ জনের শরীরে করোনা ধরা পড়েছিলো।

জানা গেছে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬টি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সচল রয়েছে ১৪টি। হাসপাতালটিতে প্রতিদিনই আসছে রোগী। এতে চাপ বাড়ায় অনেককেই দেওয়া যাচ্ছে না আইসিইউ সেবা।

হাসপাতালের রেজিস্ট্রার অফিস থেকে জানা গেছে, গত ১ থেকে ১৩ জুন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনই পঞ্চাশোর্ধ্ব।

হাসপাতালটির আইসিইউ ইনর্চাজ ডা. অনন্ত বিশ্বাস জানান, করোনা পরিস্থিতি গত দুই সপ্তাহ ধরে অবনতির দিকে রয়েছে। ফলে রোগীর চাপ বাড়ছে অনেক। কিছু দিন আগেও ওয়ার্ডে রোগী ছিলো ৩/৪ জন, এখন সেখানে সিট ফাঁকা নেই। করোনার নতুন ধরন আগের থেকে ভিন্ন। কারণ এখন আইসিইউতে ভর্তি হয়ে সুস্থতার হার কম। মারা যাচ্ছে বেশি এবং তাও আবার দ্রুত।

জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯০৯ এবং মারা গেছেন ১৮৮ জন।

এ প্রসঙ্গে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রশাসন সতর্ক অবস্থান রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার সব উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না, সে বিষয়ে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে।