ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেলো কলেজছাত্রের

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাজিমুল ইসলাম জায়গীরদার (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় খালিছ মিয়া নামের একজন আহত হয়েছেন।

রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলার বড়মোহা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিমুল ইসলাম জাউয়াবাজার ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ও বড়মোহা গ্রামের আনসার মিয়া জায়গীরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বড়মোহা গ্রামের ঈদগাহ মাঠে দুই পরিবারের শিশুরা ক্রিকেট খেলছিলো। একপর্যায়ে শিশুদের মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে শাহী খায়ের গোষ্ঠীর লোকজন প্রতিপক্ষ তৌফিকুল ইসলাম জায়গীরদারের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নাজিমুল ঘটনাস্থলে নিহত হন। তার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নাজিমুলের বড় ভাই তৌফিকুল ইসলাম জায়গীরদার বলেন, বড়মোহা গ্রামের শাহী খায়ের গোষ্ঠীর সঙ্গে আমাদের বিরোধ ছিলো। শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমার ভাইকে হত্যা করেছে প্রতিপক্ষ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত ও আরেকজন আহত হয়েছেন। অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে।