জামালপুরে গৃহবধূ হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

জামালপুরের মাদারগঞ্জে শাহিদা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার দায়ে দুই ভাসুরসহ তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারগঞ্জ উপজেলার পূর্ব জটিয়ারপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র রবিউল কাশেম (৪৮), তার ভাই আমিনুর রহমান (৩৫) ও রবিউল কাশেমের পুত্র (পলাতক) নিক্সন ওরফে লিকসন (২৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানায়, ২০০৩ সালে আব্দুস সালামের ছেলে শাহিন মিয়ার সঙ্গে ভেলামারী গ্রামের মো. মজিবর রহমানের মেয়ে শাহিদা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান হওয়ার পর ২০০৭ সালে স্ত্রীকে নিজ বাড়িতে রেখে সৌদি আরব যান শাহিন। সংসারের প্রয়োজনে সৌদি থেকে শাহিন স্ত্রীর নামে টাকা পাঠালে সেই টাকা নিয়ে বিভিন্ন সময়ে ভাসুর রবিউল কাশেম, আমিনুর রহমান ও ভাসুরপুত্র নিক্সনের সঙ্গে ঝগড়া-বিবাদের ঘটনা ঘটে। বিবাদের একপর্যায়ে ২০১০ সালের ২০ জানুয়ারি শাহিদাকে মারধর করে নাক, মুখ ও গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে তারা।

মাদারগঞ্জ থানা পুলিশ শাহিদার লাশ উদ্ধার করে ওইদিনই ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে শাহিদার বাবা সে বছরের ১৯ ডিসেম্বর সন্দেহভাজন এ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলা সিনিয়র দায়রা জজ আদালতে বিচারের জন্য এলে বিচারক ১৭ সাক্ষীর মধ্যে আট জনের সাক্ষ্য নিয়ে ৩০২/৩৪ ধারার অপরাধে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে এই রায় দেন।

পলাতক নিক্সন ছাড়া বাকি দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে এবং পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নির্মল কান্তি ভদ্র। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মুহাম্মদ বাকী বিল্লাহ ও আসামি পক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী মো. আনোয়ারুল করিম শাজাহান।