লকডাউনে দোকান খোলায় ২৫ হাজার টাকা জরিমানা

সরকারঘোষিত কঠোর লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে সাভারে এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে পৌর এলাকার বিভিন্ন মহল্লার দোকানে অভিযান চালান সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় মান্নান স্টিল দোকানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পোলট্রি ফিড, হোটেলে খাবার পরিবেশন ও চা দোকান খোলা রাখায় আরও ১১ দোকানিকে ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী লকডাউনের শর্ত অমান্য করায় এসব ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।