৩ মাসে তৃতীয়বারের মতো সরলো সেতুটির গোড়ার মাটি

নির্মাণের তিন মাসের মধ্যে গাজীপুরের শ্রীপুর-কাপাসিয়া সড়কের গোসিংগা ইউনিয়নের বাউনী বাজারের সেতুটির গোড়ার মাটি তৃতীয়বারের মতো সরে গেছে। যতবারই মাটি সরেছে ততবারই যানবাহন চলাচলে ঝুঁকি সৃষ্টি হয়েছে। ওই সেতুর ওপর দিয়ে এখন ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাউনী গ্রামের নজরুল ইসলাম জানান, প্রায় তিন মাস আগে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর সেতুর গোড়ায় মাটি ভরাট করা হলেও তা ভালোভাবে চাপা না দেওয়ায় কমপক্ষে তিনবার মাটি ধসে পড়েছে। মাটি ভরাটের পর শক্ত কোনো বাঁধও দেওয়া হয়নি। ফলে প্রতিবারই সরে যাচ্ছে।

১১

বাউনী গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশাচালক রফিকুল ইসলাম, কৃষক তোফাজ্জল হোসেন, হিরন মিয়া, রুহুল আমীন বলেন, সেতুর গোড়ার মাটি সরে প্রত্যেকবারই সড়ক সরু হয়ে আসে। বর্ষার কারণে প্রতিদিন একটু একটু করে মাটি সরে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

পিকআপচালক হাবিবুল্লাহ জানান, একটি মাঝারি ধরনের গাড়িও সেতু অতিক্রম করতে পারছে না। প্রায় সাত দিন ধরে সেতু দিয়ে স্বাভাবিক পারাপার ব্যাহত হচ্ছে।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রকিবুল আহসান বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টেন্ডার দিয়ে সেতুটি মেরামত করতে আরও এক মাস সময় লেগে যাবে।