ট্রলার ভাড়া নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

ট্রলারের ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে আলিম সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলিম সরকারের ট্রলারচালক ভাগিনার সঙ্গে ভাড়া নিয়ে স্থানীয় হাকিম মেম্বারের দ্বন্দ্ব হয়। পরে তাদের লোকজন এসে সংঘবদ্ধ হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। হামলার সময় প্রতিপক্ষের কিল-ঘুষিতে আলিম সরকার আহত হন। পরে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে হাকিম মেম্বার এখনও পলাতক। পুলিশের অভিযান অব্যাহত আছে।