পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া ফেরিচালককে আটক করা হয়নি: পুলিশ

পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া রো রো ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমানকে আটক করা হয়নি। শনিবার (২৪ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় পুলিশ কাউকে আটক কিংবা গ্রেফতার করেনি। জিজ্ঞাসাবাদের জন্যও কাউকে থানায় আনা হয়নি। তবে শনিবার বাংলাবাজার ঘাটে ফেরিচালক আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমির হোসেনও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাবাজার ঘাটে আব্দুর রহমানকে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের এজিএম (মেরিন) আহম্মেদ আলী বলেন, ফেরিচালক আব্দুর রহমানকে আটক করা হয়নি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। 

উল্লেখ্য, শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ২৯টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ফেরি শাহ জালালের ধাক্কা লাগে। এ ঘটনায় ফেরির ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এতে কেউ আহত হননি। ঘটনার পর চালক আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়।

এ ঘটনায় রাতে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের মাদারীপুরের শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর প্রেক্ষিতে তদন্তে নেমে ফেরিচালক আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।