বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ

করোনা সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরিতে যানবাহন ও যাত্রী পারাপার চলছে। শিমুলিয়া ঘাটে দক্ষিণাঞ্চলমুখী তেমন চাপ নেই। তবে বাংলাবাজারে ঢাকামুখী যান ও যাত্রীদের চাপ  রয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে এ চিত্র দেখা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) মাহবুবুর রহমান জানান, নৌ রুটে এখন নয়টি ফেরি চলছে। শিমুলিয়া ঘাটে কোনও যান অপেক্ষায় নেই। যাত্রীদেরও ভিড় নেই। তবে, বাংলাবাজার ঘাট থেকে ফেরিতে করে যান ও যাত্রীরা শিমুলিয়া ঘাটে আসছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, শিমুলিয়া ঘাট ফাঁকা। বাংলাবাজার ঘাট থেকে যারা এই ঘাটে আসছে তারা কয়েক মিনিটের মধ্যে শিমুলিয়া ঘাট ছেড়ে নিজেদের গন্তব্যে রওনা দিচ্ছেন।