শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আজও যাত্রীর চাপ

বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরিতে যানবাহন ও যাত্রী পারাপার চলছে। বুধবার (২৮ জুলাই) সকালেও ফেরিতে শত শত যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পদ্মা পার হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাংলাবাজার ঘাট থেকে শত শত ঢাকামুখী যাত্রী শিমুলিয়া ঘাটে আসছে। আবার শিমুলিয়া হয়ে বাংলাবাজার যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা। তবে ফেরিতে ঢাকামুখী যাত্রীর উপস্থিতি ছিল বেশি।

ফেরিতে ঢাকামুখী যাত্রী বেশি

এদিকে লকডাউন বাস্তবায়ন ও ফেরিতে যাত্রী চলাচল নিয়ন্ত্রণে ঘাট অভিমুখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। তবে তা অতিক্রম করতে নানা অজুহাত দেখাচ্ছে যাত্রীরা।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বর্তমানে আটটি ফেরি চলছে। জরুরি ও লকডাউনের আওতার বাইরের যানবাহন পারাপারে এসব ফেরি সচল রাখা হয়েছে। ঘাটে গাড়ির চাপ কম।