অস্বাভাবিক ভিড় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে

১ আগস্ট থেকে গার্মেন্টস চালু হওয়ার ঘোষণায় যাত্রীদের অস্বাভাবিক ভিড় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা এই রুট হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কঠোর লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকলেও দক্ষিণাঞ্চল থেকে মানুষজন নসিমন, ইজিবাইক, মোটরসাইকেল, থ্রি-হুইলার মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে পৌঁছছেন।

এই নৌপথে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও পণ্য পরিবহনের জন্য ট্রাক-পিকআপ চলাচল করায় আটটি ফেরি চলাচলের জন্য রাখা হয়েছে। এসব জরুরি গাড়ি ফেরিতে লোড করার পর যাত্রীরা জোর করেই উঠে পড়ছেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেঘাট কর্তৃপক্ষ বলছেন, এত মানুষের চাপ সামলানো কষ্টকর। তারা জোর করেই ফেরিতে উঠে বসে থাকছেন। ফলে এই লকডাউনে যাত্রী বহন নিষিদ্ধ থাকলেও বাধ্য হয়ে যাত্রী নিয়েই ফেরি ছাড়তে হচ্ছে।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, ‘যাত্রীরা ঘাটে এমনভাবে ভিড় করছেন এবং ফেরিতে ওঠার চেষ্টা করছে যাতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’