শিমুলিয়া-বাংলাবাজার রুটে আজ রাতে ২ ঘণ্টা লঞ্চ চলবে

শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে লঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার (৩১ জুলাই) রাতে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন।

তিনি জানান, আজ রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ রুটে লঞ্চ চালুর সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে হঠাৎ এ সিদ্ধান্ত নেওয়ায় কোনও লঞ্চ এখনও ঘাট ছেড়ে যায়নি। কারণ লঞ্চের স্টাফরা অনেকেই ঘাটে নেই।

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আজ রাতে দুই ঘণ্টা ও রবিবার (১ আগস্ট) ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, শিমুলিয়া ঘাটে বাংলাবাজার থেকে আসা যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, নৌ রুটে ৯টি ফেরি চলছে। তবে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের কোনও ভিড় না থাকলেও ঢাকামুখী যাত্রীদের প্রচণ্ড ভিড় রয়েছে।