বাংলাবাজার-শিমুলিয়া রুটের ফেরিতে সকালে কমেছে যাত্রীর চাপ

১ আগস্ট থেকে তৈরি পোশাক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিল্প-কারখানা চালুর ঘোষণায় শনিবার (৩১ জুলাই) সকাল থেকে ঢাকা ও আশপাশের এলাকায় ফিরছে মানুষ। গভীর রাত পর্যন্ত যাত্রীদের অস্বাভাবিক ভিড় ছিল বাংলাবাজার-শিমুলিয়া নৌ-রুটে। তবে রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হওয়ায় রবিবার (১ আগস্ট) ফেরিঘাটে চাপ কমে আসে। 

ঘাট সংশ্লিষ্টরা জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা অন্যতম এ নৌ-রুট হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কঠোর লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকলেও দক্ষিণাঞ্চল থেকে মানুষজন নসিমন, ইজিবাইক, মোটরসাইকেল, থ্রিহুইলার, মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে পৌঁছান। এতে রাতে ঘাট ও ফেরিতে চাপ বেড়ে যায়। 

তবে রাত থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ায় সকালে ফেরিঘাটে চলাচল স্বাভাবিক হয়। যাত্রীরা ঘাটে এসে লঞ্চে করে পদ্মা পাড়ি দিচ্ছেন। 

এছাড়া গতকালই অধিকাংশ কর্মী ও বিভিন্ন কল-কারখানার শ্রমিকরা চলে আসায় সকালে যাত্রীদের চাপ কম ছিল।

বাংলাবাজার-শিমুলিয়া নৌ-রুটে ফেরির পাশাপাশি ৮৭টি লঞ্চ চলাচল করে। তবে বেলা ১২টার পর লঞ্চ চলাচল বন্ধ থাকার ঘোষণায় দুপুরের দিকে ফেরিতে যাত্রীর চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন ফেরিঘাট সংশ্লিষ্টরা।