দুই ডোজ টিকা নিয়েও করোনায় চিকিৎসকের মৃত্যু

দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক জাকিয়া রশীদ শাফির মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাকিয়া রশীদ টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বাসিন্দা। তিনি সেনাবাহিনীর মেডিক্যাল কোরের ব্রিগেডিয়ার মিজানুর রহমানের স্ত্রী। এ ঘটনায় মৃতের পরিবারসহ টাঙ্গাইলের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডা. শফিকুল ইসলাম সজীব জানান, প্রায় এক সপ্তাহ আগে জাকিয়া রশীদ (৪৬) করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি ঢাকার সিএমএইচে ভর্তি হন। অবস্থার অবনতি হলে রবিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মারা যান।

প্রসঙ্গত, এ নিয়ে জেলায় দুই চিকিৎসকের মৃত্যু হলো। এর আগে গত ৯ জুলাই জেলার মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার (এমসিএইচ) মাজেদ আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।