পদ্মা পার হতে পাটুরিয়ায় ২৪ ঘণ্টার বেশি অপেক্ষা 

তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় নিয়ে যানবাহন পারাপার করছে ফেরিগুলো। এ অবস্থায় প্রতিটি পণ্যবাহী ট্রাককে গড়ে এক থেকে দু’দিন পর্যন্ত ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। রবিবার (১৫ আগস্ট) দুপুর ১২টা নাগাদ ফেরি পারের অপেক্ষায় পাটুরিয়ায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম (ভারপ্রাপ্ত) মো. জিল্লুর রহমান বলেন, স্বাভাবিক সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি পার হতে আধা ঘণ্টার মতো সময় লাগতো। পদ্মার পানি বাড়ায় তীব্র স্রোতে ফেরিগুলো পারাপারে নির্ধারিত সময়ের চেয়ে ২০মিনিট বেশি সময় লাগছে। এর ফলে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনগুলোকে ফেরিযোগে পার হতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। 

ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, পাটুরিয়া ঘাট এলাকায় চারশ’ বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক, ৫০টির মতো দূরপাল্লার বাস পারাপারের অপেক্ষায় রয়েছে। এছাড়া প্রাইভেটকার (ছোট গাড়ি) পারাপার স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। 

জিল্লুর রহমান আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন ও  সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে।