ছেলে খুনের বিচার চাইতে গিয়ে বাবার মৃত্যু

গাজীপুরে ছেলে খুনের বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের লোকজনের মারধরে বাবার মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বিকাল ৩টার দিকে মহানগরীর সদর থানার বাহাদুরপুর তুলসিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম (৫২) তুলসিভিটা এলাকার বাসিন্দা। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পাঁচউলিপুর এলাকার মৃত গোলাম উদ্দিনের ছেলে। তার ছেলে নয়নের (১২) লাশ ৩ আগস্ট সন্ধ্যায় তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়। প্রতিবেশী যুবকদের হাতে নয়ন খুন হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

স্বজনরা জানান, ৩ আগস্ট বেলা ১১টার দিকে নয়নকে তার প্রতিবেশী সেজু, আনন্দ, বাবলু ও শাহীনসহ কয়েক যুবক তুরাগ নদীতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। আঙ্গুটিয়াচালা এলাকায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় নয়ন। ওই দিন সন্ধ্যায় লাশ উদ্ধার করে স্থানীয়রা।

ছেলেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে পরিবারের এমন অভিযোগে বুধবার বিকালে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশে আলমগীর, মোজাম্মেল বেপারি বাবু ও হবি বেপারিসহ তাদের লোকজনের সঙ্গে আসাদুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আসাদুলকে মারধর করে। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জিএমপির সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়োজিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।