কিট সংকটে রাজশাহীতে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ

কিট সংকটে রাজশাহীতে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে নগরীর ভ্রাম্যমাণ করোনা পরীক্ষার সব বুথ বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, গত জুন মাসে রাজশাহীতে দৈনিক করোনা শনাক্তের হার বৃদ্ধি পেয়েছিল। প্রতিদিন ৫০ শতাংশের ওপরে শনাক্ত হয়েছিল। তখন দ্রুত রোগী শনাক্ত করতে সিটি করপোরেশনের উদ্যোগে ৬ জুন থেকে নগরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। প্রথমে পাঁচটি বুথ থাকলেও পরে বাড়িয়ে ১৩টি করা হয়।

রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, আমাদের এখানে কিট সংকটের কারণে পরীক্ষা আপাতত বন্ধ আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেছি। আমাদের হাতে কিট এলেই পুনরায় পরীক্ষা শুরু করবো।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, সিভিল সার্জন অফিস থেকে আমরা ৭০০-৮০০টি করে কিট পেতাম। সেগুলো দিয়ে কয়েকদিন পরীক্ষা করতাম। সবশেষ ৭৫০ কিট পেয়েছিলাম। সেগুলো শেষ হয়ে গেছে। তাই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। কিট এলে আবার কার্যক্রম শুরু হবে।