সময়ের অভাবে পরীমণির জন্য কাল আসতে পারিনি: নীলাঞ্জনা

একজন আসামিকে কারাগার থেকে বের করার যে আইনি প্রক্রিয়া, সেটা মেনে পরীমণিকে নিতে আসা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরুভী। বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে পরীমণিকে নিতে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে প্রবেশ করেন তিনি। এর আগে কারাফটকের সামনে সাংবাদিকদের এ কথা বলেন।

আইনজীবী নীলাঞ্জনা বলেন, গতকাল মঙ্গলবার পরীমণির জামিনের বেলবন্ড আদালত থেকে নিয়ে কেরানীগঞ্জ কারাগারে যেতে হয়েছে। সেখানে প্রবেশের পর আমরা কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপারের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছিলেন, কাগজ নিয়ে বিকাল সাড়ে ৫টার মধ্যে কারাগারে আসতে পারলে পরীমণিকে আমাদের কাছে হস্তান্তর করবেন। কিন্তু সময়ের অভাবে আমরা ওই সময়ের মধ্যে কারাগারে আসতে পারিনি।

এদিকে বুধবার ৯টা ৩৭ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে উপস্থিত জনতাকে হাত তুলে শুভেচ্ছা জানান পরীমণি। একই সঙ্গে গাড়িতে থেকেই সেলফি তোলেন।

এর আগে সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাকে হস্তান্তর করেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। পরে ৯টা ৩৭ মিনিটে বের হন। পরীমণিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তিনি পরীমণির জামিন মঞ্জুর করেন। কিন্তু গতকাল তার জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছায় মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।