ট্রলারডুবির ৭ দিন পর শিক্ষকের লাশ উদ্ধার

ফরিদপুরে পদ্মায় ট্রলারডুবির সাত দিন পর নিখোঁজ দুই শিক্ষকের একজনের লাশের সন্ধান পাওয়া গেছে। বুধবার (০১ সেপ্টেম্বর) দুর্ঘটনাস্থল থেকে ১০০ কিলোমিটার দূরে শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা সেতুর ৩৩ নম্বর পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার নাম আজমল হোসেন। তিনি শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় নিখোঁজ আরেক শিক্ষক দেলোয়ার হোসেনের সন্ধান এখনও মেলেনি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, নিখোঁজ আজমলের পরিবারের সদস্য ও কোতোয়ালি থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি টিম লাশটি উদ্ধার করে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর সদরের নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ট্রলারে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষকসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩ জন শিক্ষক ও মাঝিকে উদ্ধার করা সম্ভব হলেও দুই শিক্ষক পানিতে তলিয়ে যান। নিখোঁজ অপর শিক্ষক হলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেন।