চালককে খুন করে পিকআপ ডাকাতি, গ্রেফতার ৫

গাজীপুরে চালককে খুন করে পিকআপ ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। 

গ্রেফতারকালে তাদের কাছ থেকে সাতটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। রবিবার (৫ সেপ্টেম্বর) জিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) রেজওয়ান আহমেদ এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো—হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামরে আব্দুল বাসেদের ছেলে মারুফ হোসেন (৩০), চারিগাঁও গ্রামের মৃত রমিজ আলীর ছেলে আব্দুল আহাদ (৩৪), ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সানন্দখীলা গ্রামের হারেস আলীর ছেলে এনামুল (২২), শেরপুর সদর উপজেলার টিকারচর গ্রামের মৃত মোতালেবের ছেলে আমিনুল (২৪) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার খড়রিয়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে শামীম (২৪)।

রেজওয়ান আহমেদ বলেন, গত ১ সেপ্টেম্বর গাজীপুরের বাসন থানার বারবৈকা মধ্যপাড়া রাস্তার পাশে জাকিরের বাগান থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাদী হয়ে মামলা করেন। নিহতের স্ত্রী ফাতেমা আক্তার পরদিন লাশ শনাক্ত করেন। নিহতের নাম সেলিম সরদার (৩৩)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম উদয়নগর এলাকার শাহ জামাল সরদারের ছেলে।