ভালোবেসে বিয়ে, তালাক দেওয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাক দেওয়ায় জেসমিন (২১) নামে এক নারীকে ছুরিকাঘাত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (০৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় জেসমিনের মামা জব্বার বেপারির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তার বুকে ও পিঠে একাধিক ছুরিকাঘাত করেছে সাবেক স্বামী। খবর পেয়ে অভিযান চালিয়ে জেসমিনের সাবেক স্বামী আসলাম প্রামাণিক (৩০), শাশুড়ি মর্জিনা (৬৫) ও ননদের স্বামী রবিউলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, পাবনার আতাইলকোলা থানার ছোটমঙ্গল গ্রামের আবেদ আলীর ছেলে আসলাম প্রামাণিক সাত বছর আগে ভোলার রামদাসপুরের মৃত নাজির আহমেদের মেয়ে জেসমিনকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের ছয় বছর পর তাদের পুত্রসন্তান হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি স্বামীকে তালাক দিয়ে সন্তানকে নিয়ে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় মামা জব্বার বেপারির বাড়িতে চলে আসেন জেসমিন। 

সোমবার রাতে বাড়িতে স্বামী-শাশুড়িসহ তিন জন এসে জেসমিনকে মারধর করে। একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আসলাম। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আসলাম, তার মা এবং বোন জামাইকে আটক করে। একই সঙ্গে জেসমিনকে হাসপাতালে পাঠায়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।