নিলামে উঠছে সেই তল্লা মসজিদের ভবন

গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদের ভবনটি নিলামে বিক্রি করা হবে। মসজিদ ভেঙে পুনরায় নির্মাণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী (১১ সেপ্টেম্বর) শনিবার মসজিদ প্রাঙ্গণে এ নিলামের আয়োজন করা হবে। মসজিদ কমিটি স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করে এই সিদ্ধান্ত গ্রহণ করে।

বুধবার (৮ সেপ্টেম্বর) মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির উপস্থিতিতে আগামী শনিবার বিকাল ৩টায় পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদটির তিনতলা ভবন (যে অবস্থায় আছে) বিক্রির উদ্দেশে নিলাম ডাকা হবে। নিলামে অংশগ্রহণকারীদের শনিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে ২০ হাজার টাকা জমা দিয়ে তালিকাভুক্ত হতে হবে। নিলামে অংশগ্রহণকারীদের মসজিদটি সরেজমিন পরিদর্শনে অনুরোধ জানানো হয়েছে। তালিকাভুক্তির জন্য ২০ হাজার টাকা এবং আরও ছয়টি শর্ত যুক্ত করা হয়েছে নিলামে অংশগ্রহণকারীদের জন্য। নিলামে ডাকপ্রাপ্তির সাত দিনের মধ্যে ভবনটির সম্পূর্ণ মূল্য বাইতুস সালাত জামে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে কার্যাদেশ গ্রহণ করতে হবে। কার্যাদেশ পাওয়ার এক মাসের মধ্যে ভবনটি ভেঙে অবমুক্ত করতে হবে। মসজিদের ব্যবহার্য জিনিস ছাড়া শুধু ভবনটি নিলামে তোলা হবে। ভবনটি ভাঙার সময় কারও কোনও ক্ষয়ক্ষতি হলে মসজিদ কমিটি দায়ী থাকবে না। এছাড়া নিলাম ডাকার পরিমাণ যদি কম হয় তবে মসজিদ কমিটি নিলাম বাতিল করতে পারবে।  

উল্লেখ্য, গত বছরের (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মসজিদের পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইন ছিদ্র হয়ে গ্যাস নির্গত হয়ে জমাটবাঁধা গ্যাস ও বিদ্যুতের স্পার্ক থেকে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ মুসল্লি নিহত হন। আহত হন আরও প্রায় ১০ জন। বিস্ফোরণের পর দীর্ঘ প্রায় একবছর ধরে মসজিদটি বন্ধ রয়েছে। সম্প্রতি ছয়টি শর্ত দিয়ে মসজিদে নামাজ আদায়ের জন্য খুলে দেয় জেলা প্রশাসন। কিন্তু মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা মতবিনিময় করে মসজিদটি ভেঙে পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।