X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

এখন আর নামাজ আদায় হয় না যে মসজিদে

কুষ্টিয়া প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ০৮:৪৪আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৮:৪৪

কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চবিদ্যালয়ের ওয়াক্তিয়া মসজিদটি দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একসময় এখানে অধ্যায়নরত শিক্ষার্থীরা নিয়মিত নামাজ আদায় করলেও এখন এটি একেবারে পরিত্যক্ত। সংস্কারের অভাবে মসজিদটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, মিরপুর পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরপাড়ে অবস্থিত এই মসজিদটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ইটের তৈরি মসজিদটির টিনের চালা, জানালা-দরজা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। দেয়াল থেকে খসে পড়ছে ইটসুড়কি। বিশালাকৃতির একটি গাছ হেলে আছে টিনের চালার ওপরে।

জানা গেছে, ১৯৪৪ সালে স্থাপিত প্রাচীন বিদ্যাপীঠ মিরপুর পাইলট উচ্চবিদ্যালয়ে বর্তমানে বর্তমানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে তাই সাড়ে ৩০০ ছেলে এবং ১৫০ মেয়ে শিক্ষার্থী অধ্যয়ন করে।

এ সময় কথা হয় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে। নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘এখানে প্রায় ৩০ বছর আগে আমরা নিয়মিত নামাজ আদায় করতাম। তবে এখন এটি একেবারেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মসজিদের জানালা-দরজা টিনের চালা সবকিছু নষ্ট হয়ে গেছে। মসজিদের আশপাশেও আগাছায় ভরে গেছে। এটি সংস্কার করা হলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার নামাজ পড়ার সুযোগ পেতো।’

মিরপুর পাইলট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আছাদুর রহমান বাবু বলেন, ‘একসময় এই ওয়াক্তিয় মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় করা হতো। এখানে আমাদের অনেকেই নামাজ আদায় করতেন। কিন্তু মসজিদটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এটিকে সংস্কার করে পুনরায় নামাজের ব্যবস্থা করা হলে শিক্ষার্থী এবং এলাকাবাসী এখানে নামাজ আদায় করতে পারবেন।’

মিরপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী বলেন, ‘মিরপুর পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরপাড়ে অবস্থিত মসজিদটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আমি যোগদানের পর এটিকে সংস্কারের চেষ্টা করেছি কিন্তু অর্থাভাবে সেটি সম্ভব হয়নি। যদি অর্থ বরাদ্দ পাওয়া যায় তাহলে এটাকে সংস্কার করে পুনরায় চালু করা সম্ভব হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রিটেনে মসজিদ ট্রাস্টের মিলিয়ন পাউন্ড ক্ষতির ঘটনায় চ্যারিটি কমিশনের সতর্কতা
পাগলা মসজিদের সিন্দুকে এবার পাওয়া গেলো রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা
জানা গেলো কত টাকা জমা পাগলা মসজিদের অ্যাকাউন্টে
সর্বশেষ খবর
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, তিন সন্ত্রাসীকে গণপিটুনি
নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, তিন সন্ত্রাসীকে গণপিটুনি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু