মাদারীপুরে ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ  

মাদারীপুরের কালকিনির চরদৌলতখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এক ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত (৫ অক্টোবর) একটার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনাই হোসেন মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণে একটি টিনশেড ঘরের টিনের বেড়া ও চালা ক্ষতিগ্রস্ত হয়।

কালকিনি থানা পুলিশ জানায়, আহতরা হলেন ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী এবং দক্ষিণকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার। তাদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বিকট শব্দের বিস্ফোরণ ঘটে। এলাকাবাসী এগিয়ে এসে ইউপি সদস্য মনাই হোসেন মোল্লার বাড়িতে রক্তাক্ত অবস্থায় দুই জনকে পড়ে থাকতে দেখেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কালকিনি হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিস্ফোরণের ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তের পরই এই ঘটনায় মামলা দায়ের করা হবে।