জাপা নেতার বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সভাপতি আশরাফুল ভুঁইয়া মাকসুদের বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার (৬ অক্টোবর) রাত ৩টায় ইউনিয়নের পাকুন্ডা এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন আশরাফুল ভুঁইয়া।

তিনি জানান, ‘বুধবার রাত আনুমানিক ৩টার দিকে ডাকাতদল জানালার গ্রিল কেটে আমার বাড়িতে প্রবেশ করে। এরপর আলমারির তালা ভেঙে নগদ ১৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণসহ মোট ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।’

খবর পেয়ে তালতলা পুলিশের তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম এস ইকবাল হোসেন জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। জাতীয় পার্টির নেতার সঙ্গে এলাকার কিছুর লোকের রাজনৈতিক ও সামাজিক শত্রুতা রয়েছে। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি। বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে একই ইউনিয়নের মহজমপুর এলাকায় ব্যবসায়ীর চারটি ফ্ল্যাটে ডাকাতি হয়। ওই সময়ে ডাকাতরা ব্যবসায়ী ও শিক্ষক পরিবারের সবাইকে হাত, পা ও মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চার লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ ১৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়।